ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

‘তিস্তা চুক্তি হবে কিনা আলোচনায় ঠিক হবে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
‘তিস্তা চুক্তি হবে কিনা আলোচনায় ঠিক হবে’

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তিস্তার পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি সম্ভব হবে কি না তা আলোচনার মাধ্যমেই নির্ধারণ হবে।

সোমবার (১৩ মার্চ) বিকেলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ সম্পর্কে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন শ্রিংলা।

ভারতের হাইকমিশনার এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, বাংলাদেশ-ভারত সামরিক চুক্তি বিষয়ে তিনি কিছুই জানেন না। মিডিয়ার কাছেই এমনটা শুনছেন। পাশাপাশি গঙ্গা ব্যারেজ প্রকল্পের বিষয়টিকে ভালো উদ্যোগ জানিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে যৌথ একটি কমিশন কাজ করছে। ’

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সফর ভারত সফরের দিনক্ষণ মন্ত্রণালয়ের মাধ্যমেই জানানো হবে বলেও জানান তিনি।

এছাড়া এবারের দিল্লি সফরে শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি ভবনে থাকবেন সে বিষয়টি আবারও স্মরণ করিয়ে দেন শ্রিংলা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৭ থেকে ১০ এপ্রিল প্রধানমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন। ৮ এপ্রিল দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক অনুষ্ঠিত হবে।

মোদীর সঙ্গে বৈঠকের পর আগামী ৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমির শরীফ যাবেন। এর পরদিন ঢাকা ফিরবেন তিনি।

গত ২৩ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকরের ঢাকা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে শেখ হাসিনার দিল্লি সফরের প্রস্তুতিমূলক আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
কেজেড/এমজেএফ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।