ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে শিক্ষককে অপসারণ দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
গৌরীপুরে শিক্ষককে অপসারণ দাবিতে মানববন্ধন শিক্ষককে অপসারণ দাবিতে মানববন্ধনে এলাকাবাসী/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষক ফেরদৌসকে চাকরি থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ, মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস গত ৫ মার্চ ময়মনসিংহ শহরের একটি হোটেলে আপত্তিকর অবস্থায় ১৪ বছরের শিশু কন্যাকে নিয়ে জনতার হাতে ধরা পড়েন।

এসময় তিনি মারধরের শিকার হন।

এ ঘটনায় তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এরইমধ্যে ওই শিক্ষককে চাকরি থেকে অপসারণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় সচেতন মহল।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিগত সময়ে স্কুলের দুই শিশু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক ফেরদৌসকে সংশ্লিষ্ট বিভাগীয় মামলায় বেতন স্কেল অবনতিকরণ ও তিরষ্কারদণ্ড দিয়ে শাস্তিমূলক বদলি করা হয়েছিলো।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ স্থানীয় সাংবাদিকদের জানান, ফেরদৌস মাস্টারের বিরুদ্ধে আনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশ অনুযায়ী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এমএএএম/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।