ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
ময়মনসিংহে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

ময়মনসিংহ: ময়মনসিংহে হেরোইনসহ মো. মুকুল (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুক্তাগাছার আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স টিম। 

সোমবার (১৩ মার্চ) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা এলাকার বেগুনবাড়ী হারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে সোমবার সকালে অভিযান চালিয়ে হেরোইনসহ মুকুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

 

এ ঘটনায় মুকুলের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান মুক্তাগাছার আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।