ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে শ্রমিক নেতা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
দৌলতপুরে শ্রমিক নেতা খুন

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে বজলুর রহমান মজনু (৩৫)  নামে এক শ্রমিক নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৩ মার্চ) বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

মজনু দৌলতপুর উপজেলার আল্লাহর দর্গা এলাকার বিশ্বাস অ্যাগ্রো ফুড নামে চালের মিলের শ্রমিক সর্দার।

তিনি পাশের চামনাই গ্রামের খোদা বক্সের ছেলে।

দৌলতপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় পাঁচ-সাতজন দুর্বৃত্ত মজনুকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তার পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে দৌলতপুর থানায় অভিযোগ করে। এদিকে, সোমবার বেলা ১২টার দিকে কৃষকরা পাশের আমদহ এলাকার একটি তামাক ক্ষেতে মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে তার বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় মজনুকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মজনুকে পিটিয়ে আহত করে হাত-পা বেঁধে মুখে বিষ ঢেলে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।