ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ভারতের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্বে আগ্রহ শিল্পপতিদের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
ভারতের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্বে আগ্রহ শিল্পপতিদের ভারতীয় হাইকমিশন কমপ্লেক্সে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে শিল্পপতিরা/ছবি: ভারতীয় হাইকমিশনের সৌজন্যে

ঢাকা: ভারতের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের শিল্পপতিরা।

রোববার (১২ মার্চ) বারিধারার নতুন ভারতীয় হাইকমিশন কমপ্লেক্সে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার আয়োজনে এক অভ্যর্থনা অনুষ্ঠানে তারা এ আগ্রহ প্রকাশ করেন।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা/ছবি: হাইকমিশনের সৌজন্যেএতে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং এফবিসিসিআই’র সভাপতি মাতলুব আহমেদসহ ৩৫ জন শিল্পপতি উপস্থিত ছিলেন।

সোমবার (১৩ মার্চ) ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
পিআর/এসএনএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।