সোমবার (১৩ মার্চ) সকাল ১১টায় নগর ভবনে কাউন্সিলর এবং কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নেন কেএম শহীদুল্লাহ।
সিটি মেয়র আহসান হাবিব কামালের সই করা এক অফিস আদেশ সূত্রে জানা যায়, ১২ মার্চ থেকে আগামী ১৬ মার্চ পর্যন্ত চিকিৎসাজনিত কারণে সিটি মেয়র আহসান হাবিব কামাল থাইল্যান্ডে অবস্থান করবেন।
কেএম শহীদুল্লাহ বলেন, রোববার (১২ মার্চ) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিয়ে পাঠানো চিঠি হাতে পেয়েছি। তাই সোমবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে নগর ভবনে মেয়রের দায়িত্ব নেবো।
মেয়রের অবর্তমানে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে সবার সার্বিক সহযোগিতা এবং নগরবাসীর দোয়া চেয়েছেন ভারপ্রাপ্ত মেয়র কেএম শহীদুল্লাহ।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
এমএস/এনটি/এসএনএস