ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বিসিসি’র ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে প্যানেল মেয়র শহীদুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
বিসিসি’র ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে প্যানেল মেয়র শহীদুল্লাহ বিসিসি’র ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে প্যানেল মেয়র শহীদুল্লাহ

বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আহসান হাবিব কামালের অবর্তমানে মেয়রের (ভারপ্রাপ্ত) দায়িত্ব নিলেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র (১) কেএম শহীদুল্লাহ।

সোমবার (১৩ মার্চ) সকাল ১১টায় নগর ভবনে কাউন্সিলর এবং কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নেন কেএম শহীদুল্লাহ।

সিটি মেয়র আহসান হাবিব কামালের সই করা এক অফিস আদেশ সূত্রে জানা যায়, ১২ মার্চ থেকে আগামী ১৬ মার্চ পর্যন্ত চিকিৎসাজনিত কারণে সিটি মেয়র আহসান হাবিব কামাল থাইল্যান্ডে অবস্থান করবেন।

এর ফলে তার অবর্তমানে বিসিসি ১নং প্যানেল মেয়র কেএম শহীদুল্লাহকে নির্ধারিত তারিখ পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়র হিসেবে সব দায়িত্ব পালন করবেন।
 
কেএম শহীদুল্লাহ বলেন, রোববার (১২ মার্চ) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিয়ে পাঠানো চিঠি হাতে পেয়েছি। তাই সোমবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে নগর ভবনে মেয়রের দায়িত্ব নেবো।

মেয়রের অবর্তমানে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে সবার সার্বিক সহযোগিতা এবং নগরবাসীর দোয়া চেয়েছেন ভারপ্রাপ্ত মেয়র কেএম শহীদুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
এমএস/এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।