ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বাকেরগঞ্জে আটকে পড়া লঞ্চ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
বাকেরগঞ্জে আটকে পড়া লঞ্চ উদ্ধার

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আবালকাঠিতে তিন শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়া এমভি বাগেরহাট-২ নামে লঞ্চটি উদ্ধার হয়েছে।

সোমবার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে জোয়ারের সময় পানি বাড়ার পর ঢাকা থেকে গলাচিপাগামী লঞ্চটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন লঞ্চের মাস্টার মো. সাগর মিয়া।

তিনি বাংলানিউজকে জানান, রাতে প্রায় এক হাজার যাত্রী নিয়ে বাগেরহাট-২ লঞ্চটি ঢাকা থেকে গলাচিপার উদ্দেশে রওনা দেয়।

ভোরে পথে বাকেরগঞ্জের আবালকাঠি ঘাটে ভেড়ার সময় পেছন থেকে এমআর খান নামে আরেকটি লঞ্চ ওই লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে তাদের লঞ্চটি নদীর পাড়ে ওঠে আটকা পড়ে।

হাজার খানেক যাত্রীর মধ্যে তিন শতাধিক যাত্রী দুপুর পর্যন্ত এখানে আটকা পড়েছিল। বাকিরা অন্য লঞ্চ ও বিভিন্ন বিকল্প পথে গন্তব্যে চলে যায়।

**বাকেরগঞ্জে ৩ শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়েছে লঞ্চ

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এমএস/এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।