ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে শ্রম আইন বিষয়ক মতবিনিময় সভা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
শ্রীমঙ্গলে শ্রম আইন বিষয়ক মতবিনিময় সভা শ্রম আইন বিষয়ক মতবিনিময় সভা/ছবি: বাংলানিউজ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রম আইন বাস্তবায়ন, পেশাগত স্বাস্থ্য ও সেফটি বিষয়ে মৌলভীবাজার ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মার্চ) দুপুরে গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত সচিব মো. সামছুজ্জামান ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক (স্বাস্থ্য শাখা) মো. মঞ্জুর কাদের খান।

মৌলভীবাজার জেলার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  

এতে পেশাগত স্বাস্থ্য ও সেফটি সংক্রান্ত বিধিবিধান, শ্রমিকদের স্বাস্থ্য সংক্রান্ত বিধিবিধান,  নিরাপত্তা, ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাপ্তাহিক বন্ধ, শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, কর্মঘণ্টা প্রভৃতি বিষয়ের উপর আলোচনা করা হয়।

সভায় আলোচনা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলার মীর এমএ সালাম, শ্রীমঙ্গল হোটেল রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম,  শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ লুৎফুর রহমান, মৌলভীবাজার জেলার অটোমোবাইল মেকানিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুর রব প্রমুখ।  


বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
বিবিবি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।