সোমবার (১৩ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নয়ন উপজেলার হালসা বাজার এলাকার হারান কামারের ছেলে এবং কুষ্টিয়া সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী।
পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনিল কুমার বাংলানিউজকে জানান, দুপুরে হালসা এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন নয়ন। এসময় কোলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, কয়েকমাস ধরে নয়ন মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
আরবি/