সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চকতকিনগর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চকতকিনগর গ্রামের মুসলেম প্রামাণিকের ছেলে সোহেল রানা (৪০) ও একই গ্রামের মৃত আনসার আলী কবিরাজের ছেলে মুকুল কবিরা (৪৪)।
র্যাব-৫ ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার শেখ আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে
চকতকিনগর গ্রামে অভিযান চালানো হয়। এসময় ১৯ পিস ইয়াবা তাদের আটক করা হয়।
এই ঘটনায় বাগাতিপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এনটি