ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে স্ত্রীর যৌতুক মামলায় স্বামীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
বরিশালে স্ত্রীর যৌতুক মামলায় স্বামীর কারাদণ্ড

বরিশাল: বরিশালে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় মো. ইমরান সরদার নামে এক ব্যক্তিকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৩ মার্চ) দুপুরে বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফারুক হোসাইন এ রায় দেন।

দণ্ডাদেশ প্রাপ্ত ইমরানের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার চরসফিপুর গ্রামে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে ইমরান তার স্ত্রী নার্গিস বেগমকে বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দেন। টাকা এনে দিতে না পারায় নার্গিসের ওপর নির্যাতন চালান তিনি। শেষে বাধ্য হয়ে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেন নার্গিস। এ মামলার ১০ সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় দুপুরে বিচারক মো. ফারুক হোসাইন এ রায় দেন। রায় ঘোষণার সময় ইমরান আদালতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এমএস/আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।