ইসির সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (১৪ মার্চ) ওই আসনের উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক পেয়েই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণায় যেতে পারবেন।
নির্বাচনী আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ করতে হবে। এ উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। এক্ষেত্রে ২৮ মার্চ মধ্যরাত ১২টার পর আর কোনো প্রচারণা চালানো যাবে না।
স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী কুয়েত প্রবাসী ব্যবসায়ী। এছাড়া তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের কুয়েত শাখার নেতা। গত ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেন গুপ্ত মারা গেলে এই প্রবাসী ব্যবসায়ী দেশে ফেরেন। দিরাই উপজেলার শরীফপুর গ্রামে তার বাড়ি।
জানা যায়, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন জাতীয় পার্টির শেখ মো. জাহির আলী ও জাসদের (ইনু) প্রার্থী আমিনুল ইসলাম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে ওই স্বতন্ত্র প্রার্থীর সঙ্গেই লড়তে হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী সুরঞ্জিত পত্নীকে।
নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৫২ হাজার ৪৩০জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ২২৮জন আর নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ২০২জন।
দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে সুনামগঞ্জ-২ আসনের নির্বাচনী এলাকা। ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনের ১১০টি ভোটকেন্দ্রের ৫০২টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
ইইউডি/এএ