ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে অর্থ-আত্মসাৎ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
না’গঞ্জে অর্থ-আত্মসাৎ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহর থেকে ব্যাংকের টাকা আত্মসাৎ মামলায় জাকির হোসেন (৪০) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

সোমবার (১৩ মার্চ) বিকেলে শহরের বাবুরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাকির হোসেন শহরের বাবুরাইল এলাকার কুতুবউদ্দিনের ছেলে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহাগ হোসেন বাংলানিউজকে জানান, ব্যাংকের টাকা আত্মসাৎ করার মামলায় কিছুদিন আগে নারায়ণগঞ্জের একটি আদালতে এক বছরের সাজা হয় জাকির হোসেনের। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

সম্প্রতি এলাকায় এসেছেন- এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।