নিহতরা হলেন- ভ্যান যাত্রী মো. আ. রহিম (৪৫) ও ভ্যান চালক মো. দলিয়া (৩৫)। তাদের বাড়ি ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় বালুবাহী একটি ট্রাক সাটুরিয়া থেকে ঢাকায় যাচ্ছিলো। ট্রাকটি রামরাবন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক দলিয়া ও যাত্রী রহিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে এনাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে দুই জনেই মারা যান।
কাওয়ালীপাড়ার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, ঘাতক চালক মোশারফ ও ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এনটি