সোমবার (১৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে আমতলী-তালতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কাওছার উপজেলার চরপাড়া গ্রামের আলাল আকনের ছেলে এবং পটুয়াখালীর বল্লবপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আমতলী থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন কাওছার। পথে কড়ইবাড়িয়া নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
এ অবস্থায় স্থানীয়রা কাওছারকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বাংলানিউজকে জানান, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
আমতলী থানার ওসি মো. সহিদ উল্লাহ বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় আপমৃত্যু মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
আরবি/