ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

হাওরের মানু্ষ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
হাওরের মানু্ষ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

কিশোরগঞ্জ: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, হাওরের মানুষ প্রকৃতির সঙ্গে নিরন্তর সংগ্রাম করে বেঁচে থাকে। কারণ কখনো অকাল বন্যা কৃষকদের ফসল তলিয়ে নেয়, কখনো বন্যার পানির ঢেউ হাওরের বিভিন্ন গ্রাম ভেঙে দেয়। এসবের মধ্যেও যুদ্ধ করে হাওরের মানু্ষ ঠিক থাকে।

সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজের দুই দশক পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি এসময় বলেন, হাওরের (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলা) প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা আমার পরিচিত।

আমি প্রতিটি গ্রামে হেঁটেছি।

রাষ্ট্রপতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান শুধু শিক্ষার আলো ছড়ায় না। মানব সম্পদও তৈরি করে। তাই তোমাদের প্রতিযোগিতার যুগে প্রতিযোগিতা করেই এগিয়ে যেতে হবে। তোমারা কখনো মুক্তিযুদ্ধের কথা ভুলবে না, মুক্তিযুদ্ধের কথা সব সময় মনে রাখবে।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান খলিল, রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজের অধ্যক্ষ মো. ইসলাম উদ্দিনসহ প্রমুখ।

এর আগে রাষ্ট্রপতি মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে নিজ বাড়ি থেকে বের হয়ে উপজেলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে ইটনা উপজেলা হেলিপ্যাডে আসেন। তারপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাষ্ট্রপতিকে গার্ড অনার দেওয়া হয়। এরপর রাষ্ট্রপতি অলওয়েদার সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।