ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ফুলপুরের সাবেক এমপি রজব আলীর মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
ফুলপুরের সাবেক এমপি রজব আলীর মৃত্যুবার্ষিকী পালিত

ময়মনসিংহ: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলপুরের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য রজব আলী ফকিরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

সোমবার (১৩ মার্চ) দিনব্যাপী ফুলপুর ও তারাকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কোরআন খানি, মরহুমের কবর জিয়ারত, কবরে পুস্পস্তবক অর্পন, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।  

রজব আলী স্মৃতি সংসদ এবং বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহ্ শহীদ সারোয়ার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল বাশার আকন্দ, এএসএম আব্দুল বাকী খান, ফুলপুর পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি আমিনুল হক, অ্যাডভোকেট শাহ্ শহীদ ফরহাদ, ফুলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।