ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে যুবককে হাতুড়িপেটা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
সাভারে যুবককে হাতুড়িপেটা সাভারে হাতুড়িপেটায় আহত যুবক। ছবি: বাংলানিউজ

সাভার(ঢাকা): সাভারে শাহাবুদ্দিন শাহ (৩২) নামে এক যুবককে হাতুড়ি পেটা করা হয়েছে। গত শনিবারের (১১ মার্চ) ওই ঘটনায় আহতকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) চিকিৎস দেওয়া হচ্ছে।
 

আহতের পরিবারের অভিযোগ, জমি বিরোধের জেরে বিরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে এ ঘটনাকে সন্ত্রাসী হামলার জের বলে দাবি করা হয়েছে চেয়ারম্যানের পক্ষে।



আহত শাহাবুদ্দিনের বড় ভাই শাহাজাহান মিয়া বাংলানিউজকে বলেন, সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামে প্রায় দুই বিঘা জমির উপর শাহাবুদ্দিনের বসত বাড়ি। দীর্ঘ দিন ধরে একই গ্রামের ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন তাদের জমিতে তার মালিকানা দাবি করে আসছেন। এমনকি বেশ কয়েকবার নাম মাত্র মূল্যে জমি লিখে দেওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি। এরই জেরে গত শনিবার (১১ মার্চ) বাড়ি ফেরার পথে শাহাবুদ্দিনকে তুলে নিয়ে হাতুড়ি পেটা করে চেয়ারম্যানের লোকেরা।

তবে চেয়ারম্যান সাইদুর রহমান সুজন বলেন, শাহাবুদ্দিন নামে ওই সন্ত্রাসী আমার ওপর হামলা চালায়। এলাকাবাসী তাকে ধরে পিটুনি দেয়। এলাকাবাসীই পরে শাহাবুদ্দিনের বাবা শানু মিয়া (৬৫) ও তার মা উজুবা খাতুনকে (৫০) পিটিয়ে জখম করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
জেডএম/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।