সোমবার (১৩ মার্চ) সকালে রাজধানীর কাফরুল থেকে এই কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে বাংলানিউজকে জানান দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি জানান, দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালামের নেতৃত্বে একটি দল সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে তাকে আটক করে।
দুদক সূত্রে জানা যায়, জাগরণ টেক্সটাইলের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মিয়াজী ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে কাপড় আমদানির নামে সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় থেকে চেকের মাধ্যমে ৩ কোটি ৪৬ লাখ ৩১ হাজার ৮৮৬ টাকা সরাসরি উঠিয়ে আত্মসাৎ করেছেন।
আর এসব তথ্য জেনেও অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে সোনালী ব্যাংক কর্মকর্তা মো. কামাল হোসেন জাগরণের অর্থ আত্মসাতে সহায়তা করেছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
এ অভিযোগে গত বছর ৮ নভেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করা হয়। মামলা নম্বর ১২। যে মামলার এজাহারভুক্ত আসামি কামাল।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসজে/এএ