ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর পরিকল্পনায় পাট চাষিদের ভাগ্য খুলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
প্রধানমন্ত্রীর পরিকল্পনায় পাট চাষিদের ভাগ্য খুলছে পাটপণ্য মেলার সমাপনী অনুষ্ঠান। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক পরিকল্পনায় পাট চাষিদের ভাগ্য খুলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী মুহা: ইমাজ উদ্দিন প্রামাণিক।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে বহুমুখী পাটপণ্য মেলার সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে আমি পাট মন্ত্রণালয়ের দায়িত্ব নিই।

আমার সঙ্গে নিষ্ঠাবান কর্মীরা দায়িত্ব পালন করছেন। আর প্রধানমন্ত্রীর যাদুর ছোঁয়ায় পাট নিয়ে যে কাজে হাত দিচ্ছি, তাতেই সোনা ফলছে। এজন্য পাট চাষি ও উদ্যোক্তাদের ভাগ্য খুলছে।  

প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, পাট পরিবেশবান্ধব পণ্য।   এ জন্য পাটের ব্যবহার বাড়াতে হবে। ইতিমধ্যে পাট থেকে পলিথিন তৈরির কার্যক্রম শুরু হয়েছে- যা প্লাস্টিকের তৈরি পলিথিন থেকে উৎকৃষ্ট। যা ৬০ দিনের মধ্যে মাটির সঙ্গে মিশে যাবে।

বর্ষা, শীত ও গ্রীষ্মকাল এই তিন ঋতুতে পাট উ‍ৎপাদন করা হবে জানিয়ে তিনি বলেন, এজন্য গবেষণা চলছে। এতে পাটের বহুমুখী উ‍ৎপাদন বৃদ্ধি পাবে।

বিশ্বের বিভিন্ন দেশে পাটের বাজার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মির্জা আজম।

সমাপনী অনুষ্ঠান শেষে সেরা পাট উদ্যোক্তাদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।

পাট মন্ত্রণালয়ের সচিব গোপালকৃষ্ণ ভট্টাচার্যের সভাপতিত্বে এ সময় আরো ছিলেন, জেডিপিসি'র যুগ্ম সচিব নাসিমা বেগম, অতিরিক্ত সচিব দিলীপ কুমার সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এমসি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।