সোমবার (১৩ মার্চ) বিকেল ৪টায় হবিগঞ্জ জেলা প্রশাসক সভাকক্ষে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান হয়। এসময় জেলা প্রশাসক সাবিনা আলমের উপস্থিতিতে এ সহায়তা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. এমরান হোসেন, ওশি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ আর চৌধুরী রিপন, ভাইস চেয়ারপার্সন ড. এসএম মোর্শেদ প্রমুখ।
ওই অগ্নিকাণ্ডে সিলেট বিভাগের ১০ শ্রমিক নিহত ও ১৩ শ্রমিক আহত আহত হন। নিহতদের মধ্যে দুই বোর রয়েছেন। নিহতদের পরিবার ও আহতদের মোট ১০ হাজার টাকা করে সহায়তা দিয়েছে ওশি। এর মধ্যে পাঁচ হাজার টাকা নগদ ও বাকি পাঁচ হাজার টাকার বিশেষ খাদ্য সহায়তা কার্ড দেওয়া হয়েছে। ওই কার্ডের মাধ্যমে তারা নির্দিষ্ট দোকান থেকে পাঁচ হাজার টাকার খাদ্যদ্রব্য কিনতে পারবেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প এলাকায় অবস্থিত ট্রাম্পাকো ফয়েলস লিমিটেড ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড এবং ভবন ধসে ৩৯ জন শ্রমিক নিহত হন। তাতে আহত হন শতাধিক শ্রমিক। এর মধ্যে আরো সাত শ্রমিকের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি।
ওশি ফাউন্ডেশন ঢাকায় আরেকটি সহায়তা প্রদান অনুষ্ঠানে বাকি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দিবে।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসআই