ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ট্রাম্পাকো অগ্নিকাণ্ড

ক্ষতিগ্রস্তদের ওশি ফাউন্ডেশনের সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
ক্ষতিগ্রস্তদের ওশি ফাউন্ডেশনের সহায়তা ক্ষতিগ্রস্তদের ওশি ফাউন্ডেশনের সহায়তা

হবিগঞ্জ: হবিগঞ্জে ট্রাম্পাকো ফয়েলস লিমিটেডের  অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার এবং আহত শ্রমিকদের চিকিৎসা ও খাদ্য বাবদ আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ অক্যুপেশনাল সেইফটি, হেলথ্ অ্যান্ড এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (ওশি)।

সোমবার (১৩ মার্চ) বিকেল ৪টায় হবিগঞ্জ জেলা প্রশাসক সভাকক্ষে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান হয়। এসময় জেলা প্রশাসক সাবিনা আলমের উপস্থিতিতে এ সহায়তা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. এমরান হোসেন, ওশি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ আর চৌধুরী রিপন, ভাইস চেয়ারপার্সন ড. এসএম মোর্শেদ প্রমুখ।

ওই অগ্নিকাণ্ডে সিলেট বিভাগের ১০ শ্রমিক নিহত ও ১৩ শ্রমিক আহত আহত হন। নিহতদের মধ্যে দুই বোর রয়েছেন। নিহতদের পরিবার ও আহতদের মোট ১০ হাজার টাকা করে সহায়তা দিয়েছে ওশি। এর মধ্যে পাঁচ হাজার টাকা নগদ ও বাকি পাঁচ হাজার টাকার বিশেষ খাদ্য সহায়তা কার্ড দেওয়া হয়েছে। ওই কার্ডের মাধ্যমে তারা নির্দিষ্ট দোকান থেকে পাঁচ হাজার টাকার খাদ্যদ্রব্য কিনতে পারবেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প এলাকায় অবস্থিত ট্রাম্পাকো ফয়েলস লিমিটেড ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড এবং ভবন ধসে ৩৯ জন শ্রমিক নিহত হন। তাতে আহত হন শতাধিক শ্রমিক। এর মধ্যে আরো সাত শ্রমিকের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি।
ওশি ফাউন্ডেশন ঢাকায় আরেকটি সহায়তা প্রদান অনুষ্ঠানে বাকি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দিবে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।