ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ফুলবাড়িয়ায় স্যানিটেশন বিষয়ক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
ফুলবাড়িয়ায় স্যানিটেশন বিষয়ক কর্মশালা ফুলবাড়িয়ায় স্যানিটেশন বিষয়ক কর্মশালা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্যানিটেশন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার বরুকা সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে বরুকা নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- সহ-সভাপতি জুয়েল রানা, শিখরী ফাউন্ডেশনের পরিচালক মেহেদী কাউসার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনা আক্তার, জোছনা আক্তার, মসিউর আলম প্রমুখ।

কর্মশালায় কোমলমতি শিক্ষার্থীদের যেখানে সেখানে মলত্যাগ না করে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার, বিশুদ্ধ পানীয় জল পান করাসহ বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। এছাড়া স্যানিটেশন বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা হয় কর্মশালায়।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এমএএএম/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।