ঢামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. খাজা আবদুল গফুর বাংলানিউজকে বলেন, উদ্ধার হওয়া নবজাতককে অন্য মায়ের দুধ খাওয়ানো হচ্ছে। চিকিৎসকরা প্রয়োজন অনুযায়ী তাকে চিকিৎসা দিচ্ছেন।
তিনি বলেন, দেশ ও বিদেশ থেকে অনেকেই নবজাতককে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের প্রথম কাজ হলো শিশুটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা। নবজাতককে কেউ নিতে চাইলে আদালতের মাধ্যমে নিতে হবে।
এদিকে ফেলে যাওয়া শিশুটিকে ব্যাগের ভেতর থেকে উদ্ধারকারী দম্পতি বিপ্লব ও তার স্ত্রী লিপি নবজাতক ওয়ার্ড-২১১ এর সামনেই সব সময় অবস্থান করছেন, খোঁজখবর নিচ্ছেন।
বাংলানিউজকে বিপ্লব বলেন, উদ্ধার হওয়া নবজাতক আগের চেয়ে সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
জেডএম/