নিহতরা হলেন- চিওড়া ইউনিয়নের ঝাটিয়ারখিল গ্রামের আবুল কাশেম চৌধুরীর ছেলে শহিদুল হাসান সৈকত চৌধুরী (২৬), নেতড়ার গ্রামের আহাম্মদ উল্যাহর ছেলে মো. শিপন (৩৫) এবং সাঙ্গিশ্বর গ্রামের মৃত এছাক ভূঁইয়ার ছেলে ওমর ফারুক ভূঁইয়া (৪০)। নিহত সৈকতের আত্মীয় ইউসুফ মিয়াজী ও ওমর ফারুক ভূঁইয়ার চাচাতো ভাই জাকারিয়া সোমবার বাংলানিউজকে জানান, শুক্রবার রাত থেকে ওই তিনজনের মোবাইল ফোন বন্ধ ছিল।
কাতারে অবস্থানরত বাংলাদেশিদের মাধ্যমে জানা গেছে, একটি প্রাইভেটকারে করে শুক্রবার রাতে ওই তিনজন ও এক মিশরীয় নাগরিক কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পথে নিউ সানাইয়া এলাকায় দুর্ঘটনায় পতিত হয় তাদের গাড়ি। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন। এসময় আহত হন তাদের সঙ্গী। আহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনিও মারা যান। তবে নিহত মিশরীয় নাগরিকের নাম জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসআই