ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

মালিবাগ ফ্লাইওভার দুর্ঘটনায় তদন্তে যারা আছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
মালিবাগ ফ্লাইওভার দুর্ঘটনায় তদন্তে যারা আছেন  মালিবাগে গার্ড ভেঙে একজন নিহত, ছবি: রানা

ঢাকা: রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় নির্মণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে একজন নিহত হওয়ার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদকে প্রধান করে কমিটির অপর দুই সদস্য হলেন- অতিরিক্ত প্রধান প্রকৌশলী খলিলুর রহমান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী নূর।

সোমবার (১৩ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন।

এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের সুচিকিৎসা ব্যবস্থা করা হবে।

রোববার (১২ মার্চ) দিনগত রাত সোয়া ২টার দিকে ঢাকার মালিবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারের গার্ডার পড়ে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৩
আরএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।