সোমবার (১৩ মার্চ) বিকেলে সাভার সদর ইউনিয়নের চাঁপাইন এলাকার আশরাফ মিয়ার বাড়িতে নির্মাণ কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
ডাবলু বাবা-মায়ের সঙ্গে সাভারের চাঁপাইন এলাকায় রাজ্জাক মিয়ার বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, বিকেলে ডাবলু চাঁপাইন এলাকার আশরাফ মিয়ার চারতলা বাড়িতে নির্মাণের কাজ করছিলেন। তিনি তিন তলা থেকে জিআই পাইপ মাটিতে নামানোর সময় বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের সঙ্গে পাইপটি স্পর্শ করে। এতে পাইপটি বিদ্যুতায়িত হয়ে ডাবলু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার সুপার ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার উপ পরির্দশক (এসআই) সুমন বাংলানিউজকে জানান, ডাবলুর মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে । এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এনটি