সোমবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের চাচই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলমি উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের বাশার মোল্লার মেয়ে।
এ দুর্ঘটনায় ইলমির মা পপি বেগম (৩৮) ও ভদ্রডাঙ্গা বাতাসি গ্রামের লামিয়া খানম (১৪) আহত হন। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
আহত যাত্রী লামিয়া খানম জানান, তারা আত্মীয়-স্বজন মিলে ১১ জন ইজিবাইকে করে চাচই যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই নসিমনের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইলমিসহ তিনজন আহত হন। এদের মধ্যে ইলমিকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসআই