ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে মাদক ব্যবসায়ীর ৫ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
বরিশালে মাদক ব্যবসায়ীর ৫ বছরের কারাদণ্ড সাজার প্রতীকী ছবি

বরিশাল: বরিশালে মাদক মামলায় মো. হালিম গাজী নামে এক মাদক ব্যবসায়ীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন স্থানীয় আদালত।

একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৩ মার্চ) বরিশাল সিনিয়র জেলা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক আসামির এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মো. হালিম গাজী কাউনিয়া চরআবদানী এলাকার ছত্তার গাজীর ছেলে।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৭ এপ্রিল ২৮ বোতল ফেনসিডিলসহ হালিম গাজীকে তার বসত বাড়ি থেকে আটক করে কাউনিয়া থানা পুলিশ।

এ ঘটনায় মামলা দায়েরের পর ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি আসামি হালিম গাজীকে অভিযুক্ত করে তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় সোমবার এ রায় দেন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এমএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।