ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
পলাশবাড়ীতে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা থেকে ২০০ পিস ইয়াবাসহ মাহমুদ শাহদাৎ সরকার গামা (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার মহদীপুর ইউনিয়নের জালাগাড়ি দুর্গাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। গামা ওই গ্রামের ফজলুল বারীর ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ গামাকে আটক করা হয়।

গামার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।