সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু।
রেজাউল উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের আজিজুল হকের ছেলে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে উপজেলার উত্তর মরুয়াদহ গ্রামের মৃত বয়েন উদ্দিনের ছেলে আবু হাশেম ওরফে মল্লুর সঙ্গে একই গ্রামের রহিম উদ্দিনের ছেলে গোলজার হোসেনের জমি নিয়ে বিরোধ ও আদালতে মামলা মোকদ্দমা চলে আসছিলো। এর জের ধরে বিকেলে তাদের মধ্যে কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। এর মধ্যে রেজাউলের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রমেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
আরবি/