তার নাম মোর্শেদা বেগম (৪০)। তিনি রাঙ্গাবালী সদর ইউনিয়নের মাঝ নেতা গ্রামের আইয়ুব হাওলাদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মোর্শেদা শারীরিক অসুস্থতার কারণে রোববার রাতে তার স্বামী আইয়ুব হাওলাদারকে ওষুধ আনতে বললেও তিনি তা না আনায় অভিমান করেন। পরে সোমবার সকালে বিষ পান করেন।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে এলেই দাফন সম্পন্ন হবে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
এমএস/আইএ