ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

স্বামীর ওপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
স্বামীর ওপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্বামীর ওপর অভিমান করে বিষপানে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

তার নাম মোর্শেদা বেগম (৪০)। তিনি রাঙ্গাবালী সদর ইউনিয়নের মাঝ নেতা গ্রামের আইয়ুব হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মোর্শেদা শারীরিক অসুস্থতার কারণে রোববার রাতে তার স্বামী আইয়ুব হাওলাদারকে ওষুধ আনতে বললেও তিনি তা না আনায় অভিমান করেন। পরে সোমবার সকালে বিষ পান করেন।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে এলেই দাফন সম্পন্ন হবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।