সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া দুলাল সরকারের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় খালেককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ওই ভবনের কাজের শ্রমিকরা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে খালেককে উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করান।
নিহত আব্দুল খালেক উপজেলার চাঁচকৈড় বাজার পাড়ার আব্দুল সাত্তারের ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তারেকুর রহমান পরিবারের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, খালেক রোববার রাতে ইসলামী জালসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর তিনি বাড়ি ফিরে আসেননি।
তিনি জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোরে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটা অস্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর মূল কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
টিআই