ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
ভোলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্র নিহত

ভোলা: ভোলা সদরের মাঝিরহাট মোড়ে ব্যাটারি চালিত ইজিবাইক চাপায় মামুন (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার (১৩ মার্চ) দুপুরে ভোলা-ভেদুরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন ভোলা সদরের ভেদুরিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।

সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, শিশুটি দুপুরে মায়ের সঙ্গে বিদ্যালয়ের সামনের রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে চাপা দিলে গুরুতর আহত হয় মামুন। স্থানীয়রা এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।