সোমবার (১৩ মার্চ) দুপুরে ভোলা-ভেদুরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন ভোলা সদরের ভেদুরিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, শিশুটি দুপুরে মায়ের সঙ্গে বিদ্যালয়ের সামনের রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে চাপা দিলে গুরুতর আহত হয় মামুন। স্থানীয়রা এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসআই