সোমবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ৬ নং আটগাঁও ইউনিয়নের ফকিরপাড়ার দৌলা গ্রামে কাদেরিয়া মোহাম্মদিয়া খানকা শরিফে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত দু’জন হলেন- দৌলা গ্রামের মৃত আমিনুল হক চৌধুরীর ছেলে দিনাজপুর পৌর বিএনপি ও মোটর মালিক গ্রুপের সাবেক সভাপতি ফরহাদ হোসেন চৌধুরী (৬৫) এবং তার গৃহকর্মী পাবনাপাড়া গ্রামের হোসেন আলীর মেয়ে রুপালী বেগম (২১)।
ফরহাদ বিগত দিনাজপুর পৌরসভা নির্বাচন করে বিএনপির প্রার্থিতা নিয়ে লড়াই করে হেরেছিলেন।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ বাংলানিউজকে জানান, এলাকাবাসীর খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি নিহত দু’জনের বুকের বাম পাশে গুলি ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা জানা বা বোঝা যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) ময়নাতদন্তের জন্য দু’জনের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭/আপডেট ০০২৮ ঘণ্টা, মার্চ ১৪/আপডেট ০৫৩৯ ঘণ্টা
এইচএ/