ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ময়নামতি হাইওয়ে থানার সামনে বিস্ফোরণ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
ময়নামতি হাইওয়ে থানার সামনে বিস্ফোরণ  একটি বোমার বিস্ফোরণ ঘটেছে, আরও একটি বোমা ঘটনাস্থলে রয়েছে, রাতেই সেটি নিষ্ক্রিয় করা হবে। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার ময়নামতি হাইওয়ে পুলিশ থানার পুকুর পাড়ে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটেছে। এ সময় স্প্রিন্টার ছিটকে পড়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি কক্ষের জানালার কাঁচ ভেঙে গেছে। আরেকটি বোমা ঘটনাস্থলে পাওয়া গেছে। 

সোমবার (১৩ মার্চ) রাত ৯টায় থানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা একটি ট্রাকের নিচে এ বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণে ট্রাকের কোনো ক্ষতি হয়নি।

 

কারা এই বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত হতে পারেনি। খবর পেয়ে জেলা পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ সুপারসহ ডিবির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বাংলানিউজকে জানান, একটি বোমার বিস্ফোরণ ঘটেছে, আরও একটি বোমা ঘটনাস্থলে রয়েছে। রাতের মধ্যেই ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসবে এবং বোমাটি নিস্ক্রিয় করা হবে।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।