সোমবার (১৩ মার্চ) রাত ৯টায় থানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা একটি ট্রাকের নিচে এ বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণে ট্রাকের কোনো ক্ষতি হয়নি।
কারা এই বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত হতে পারেনি। খবর পেয়ে জেলা পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ সুপারসহ ডিবির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বাংলানিউজকে জানান, একটি বোমার বিস্ফোরণ ঘটেছে, আরও একটি বোমা ঘটনাস্থলে রয়েছে। রাতের মধ্যেই ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসবে এবং বোমাটি নিস্ক্রিয় করা হবে।
বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এইচএ/