সোমবার (১৩ মার্চ) রাতে বনানী ক্লাবে কমনওয়েলথ ডে উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। এবার ‘এ পিস-বিল্ডিং কমনওয়েলথ’ শীর্ষক প্রতিপাদ্যে কমনওয়েল ডে পালন করা হচ্ছে।
এম মোকাম্মেল হকের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসনাত চৌধুরী, যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক, জাতীয় সংসদ সদস্য এ কে এম এ মাঈদুল ইসলাম, কমনয়েলথের সাবেক চেয়ারম্যান ডেভিড অ্যাসলি প্রমুখ।
অর্থমন্ত্রী বলেন, কমনওয়েলথ অনেকগুলো দেশের একটি সংগঠন। এটাকে একটা দেশ হিসেবে বিবেচনা করা উচিত। আমাদের কমনওয়েলথভুক্ত দেশগুলোর উচিত একটা ইউনিট হয়ে কাজ করা।
কমনওয়েলথভুক্ত দেশগুলোকে গ্লোবালাইজেশন পার্টনারশপ নিশ্চিত করার ওপরও জোর দেন অর্থমন্ত্রী। একইসঙ্গে এবারের প্রতিপাদ্যেকে সময়োপযোগী বলেও মন্তব্য করেনতিনি।
সেমিনারে কি-নোট উপস্থাপনকালে আবুল হাসনাত চৌধুরী বলেন, সন্ত্রাস, সাইবার অপরাধ, অর্থপাচার রোধ করা কমনওয়েলথভুক্ত দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় একটি নতুন নীতিমালা হওয়া দরকার।
অ্যালিসন ব্লেক বলেন, কমনওয়েলথ এর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে যুক্তরাজ্য প্রতিজ্ঞাবদ্ধ।
বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এসএম/এইচএ/