সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের দৌলতপুর মাঠ থেকে তাদের আটক করে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।
ভালো কাজের সন্ধানে বিভিন্ন সময় এরা ভারত যান বলে জানা যায়।
আটক ১৪ জন হলেন- করিম সরদারের ছেলে মঈনুর সরদার (৩৫), শহিদুলের মেয়ে পলি খাতুন(১৯), নুরইসলাম শেখের স্ত্রী আনোয়ারা শেখ (৩৬), রাজ্জাক খার ছেলে মফিজুর (৩২), ছাত্তারের ছেলে ইমরান হোসেন (৩৯), মিজানুর মুনসির মেয়ে তানিয়া খাতুন (১৯), মহাসিন শেখের মেয়ে নয়ন শেখ (২০), ছাত্তার শেখের স্ত্রী শেলিনা শেখ (৪৫), প্রেমান্দের ছেলে শ্রী গৌতম (৩৫), গৌতমের স্ত্রী পায়েল (৩০), ছেলে শিশু গৌরব (০৩) এবং সৌরভ (০১), মতিয়ার রহমানের মেয়ে আয়শা শেখ (১৮) ও রাজেশ্বর হাওলাদারের ছেলে মতিন হাওলাদার (৪৬)।
২১ ব্যাটালিয়নের দৌলতপুর বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক নুরুল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদ আসে অবৈধভাবে একদল নারী-পুরুষ সীমান্ত পথে ভারত থেকে ফিরছে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে দৌলতপুর মাঠ থেকে তাদের আটক করে।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটক ১৪ জনকে বেনাপোল পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলার হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এজেডএইচ/এইচএ/