ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

যশোরে সাংবাদিকদের জরুরি সভা, সমাবেশ মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
যশোরে সাংবাদিকদের জরুরি সভা, সমাবেশ মঙ্গলবার প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে সাংবাদিকদের সভা অনুষ্ঠিত হয়

যশোর: মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক ও প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি বিনয়কৃষ্ণ মল্লিককে গ্রেফতারে জরুরি সভা করেছে স্থানীয় সাংবাদিকরা।

সোমবার (১৩ মার্চ) প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দাবি করা হয়, হয়রানিমূলকভাবে বিনয়কৃষ্ণকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নেতারা তার নিঃশর্ত মুক্তিও দাবি করেন।

প্রেসক্লাব যশোরের ভারপ্রাপ্ত সভাপতি মনোতোষ বসুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ারুল কবির নান্টু, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফকির শওকত, বোরহানউদ্দিন জাকির, সাবেক সম্পাদক আহসান কবীর প্রমুখ।

সভায় বিনয়কৃষ্ণের মুক্তি দাবিতে মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টায় প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয় সভায়।

সোমবার দুপুরে যশোরের পুলিশ সুপারকে (এসপি) বরখাস্ত করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন শেষে বাসায় ফিরলে সন্ধ্যায় বিনয়কৃষ্ণকে তার বাসা থেকে আটক করে পুলিশ।  

ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিনয়কৃষ্ণ বলেন, যশোর শহরের গাড়িখানায় রাতের অন্ধকারে শত বছর ধরে ভোগদখলে থাকা ২৪ ঘরের বাসিন্দাদের পুলিশ বিনা নোটিশে তাড়িয়ে দেয়। পরে সেখানে গড়ে তোলা হয় পুলিশ ক্লাব। আমি এর প্রতিবাদ করায় যশোরের পুলিশ সুপার একের পর এক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
ইউজি/এইচএ/

** যশোরে মানবাধিকার কর্মী বিনয়কৃষ্ণ আটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।