ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

যশোরে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণ ছিনতাইকারীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
যশোরে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণ ছিনতাইকারীদের

যশোর: যশোরে পুলিশকে লক্ষ্য করে অন্তত ২৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে ছিনতাইকারীরা। 

সোমবার (১৩ মার্চ) দিনগত রাত সাড়ে রাত ১১টার দিকে শহরের রেলস্টেশন পাশ্ববর্তী ষষ্ঠিতলাপাড়ায় এ ঘটনা ঘটে।

যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল বাশার বাংলানিউজকে বলেন, রাত ১১টার দিকে রেলস্টেশন এলাকা থেকে এক পথচারীর টাকা ছিনতাই হয়।

এ সময় এলাকাবাসী ও থানার ডিউটি টিমের সদস্যরা ছিনতাইকারীদের ধাওয়া করে।  

ছিনতাইকারীরা দৌঁড়ে পাশ্ববর্তী ষষ্ঠিতলাপাড়ায় ঢুকে পুলিশকে লক্ষ্য করে অন্তত ২৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

পরে চাঁচড়া ফাঁড়িসহ থানার অন্য ডিউটি টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জড়িতদের আটকে তল্লাশি শুরু করে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

ওসি আরও জানান, বিস্ফোরিত হাতবোমার স্প্রিটারে আব্দুর রশিদ (২২) নামে এক আনসার ব্যাটালিয়ন সদস্য এবং সুমন (২২) নামে এক পথচারী সামান্য আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।