সোমবার (১৩ মার্চ) দিনগত রাত সাড়ে রাত ১১টার দিকে শহরের রেলস্টেশন পাশ্ববর্তী ষষ্ঠিতলাপাড়ায় এ ঘটনা ঘটে।
যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল বাশার বাংলানিউজকে বলেন, রাত ১১টার দিকে রেলস্টেশন এলাকা থেকে এক পথচারীর টাকা ছিনতাই হয়।
ছিনতাইকারীরা দৌঁড়ে পাশ্ববর্তী ষষ্ঠিতলাপাড়ায় ঢুকে পুলিশকে লক্ষ্য করে অন্তত ২৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
পরে চাঁচড়া ফাঁড়িসহ থানার অন্য ডিউটি টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জড়িতদের আটকে তল্লাশি শুরু করে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
ওসি আরও জানান, বিস্ফোরিত হাতবোমার স্প্রিটারে আব্দুর রশিদ (২২) নামে এক আনসার ব্যাটালিয়ন সদস্য এবং সুমন (২২) নামে এক পথচারী সামান্য আহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এইচএ/