সোমবার (১৩ মার্চ) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে ফাতেমার ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রনি নীলফামারী সদরের কুন্দপুকুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক (এসঅাই) আবু সুফিয়ান বাংলানিউজকে জানান, নীলফামারী সরকারি গালর্স স্কুলের ওই ছাত্রীকে স্কুলে যাওয়া আসার সময় প্রায়ই উত্ত্যক্ত করতো রনি। সোমবার একইভাবে ছাত্রীটিকে উত্ত্যক্ত করেন তিনি।
ওই ছাত্রীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে রনিকে এদিন আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ০৪১৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এইচএ/