ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
নীলফামারীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

নীলফামারী: নীলফামারীতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় রনি ইসলাম (২২) নামে এক বখাটেকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৩ মার্চ) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে ফাতেমার ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রনি নীলফামারী সদরের কুন্দপুকুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসঅাই) আবু সুফিয়ান বাংলানিউজকে জানান, নীলফামারী সরকারি গালর্স স্কুলের ওই ছাত্রীকে স্কুলে যাওয়া আসার সময় প্রায়ই উত্ত্যক্ত করতো রনি। সোমবার একইভাবে ছাত্রীটিকে উত্ত্যক্ত করেন তিনি।  

ওই ছাত্রীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে রনিকে এদিন আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ০৪১৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।