ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ৩৩টি বসতঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
নীলফামারীতে অগ্নিকাণ্ডে ৩৩টি বসতঘর পুড়ে ছাই

নীলফামারী: নীলফামারীতে অগ্নিকাণ্ডে ১২টি পরিবারের অন্তত ৩৩টি বসতঘর পুড়ে গেছে।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মানিক চন্দ্র রায়ের রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা আশেপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

নীলফামারী ফায়ার স্টেশন অফিসার ফরহাদ হোসেন বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।