ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে ব্যবসায়ীর গলা কাটা মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
পটুয়াখালীতে ব্যবসায়ীর গলা কাটা মৃতদেহ উদ্ধার

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ইলিয়াস খান (৩৫) নামে এক কাঠ ব্যবসায়ীর গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৪ মার্চ) মধ্যরাতে উপজেলার পানপট্টি বাজার এলাকার একটি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

এর আগে রাত ১০টার দিকে ইলিয়াসকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। কাঠ ব্যবসায়ী ইলিয়াস এ উপজেলার নলুয়াবাগী এলাকার নিজাম উদ্দিন খানের ছেলে।

এদিকে, স্থানীয় কৃষি ব্যাংকের নৈশ প্রহরী মো. দেলোয়ার হোসেন (৩৫) এ হত্যাকাণ্ড দেখে ফেললে তাকেও কুপিয়ে জখম করা হয়।

স্থানীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে পানপট্টি বাজার এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের কাছে নিয়ে ইলিয়াসকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। মো. দেলোয়ার তা দেখে ফেললে তারা ইলিয়াসের মৃতদেহ পাশের পুকুরে ফেলে দেয়। এরপর তারা দেলোয়ারকেও কোপাতে শুরু করে। এসময় তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত দেলোয়ারকে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা  হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মোল্লা বাংলানিউজকে জানান, খবর পেয়ে মধ্যরাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইলিয়াসের মৃতদেহ উদ্ধার করা হয়। সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সকালে তিনি আরো জানান, হত্যাকারীদের চিহ্নিত ও আটক করার চেষ্টা চলছে। মঙ্গলবার নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭

এমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।