ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ভাঙ্গা হচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস লাগোয়া পুলিশ-বক্স

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
ভাঙ্গা হচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস লাগোয়া পুলিশ-বক্স ভাঙ্গা হচ্ছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস লাগোয়া পুলিশ চেকপোস্ট

ঢাকা: যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে থেকে স্থায়ী পুলিশ-বক্স সরিয়ে নেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৪ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে নতুন বাজার থেকে গুলশান ২ এ ঢোকার পথে বসানো কংক্রিটের পুলিশ চেকপোস্ট ভেঙ্গে সরিয়ে নিতে দেখা যায়।

এ সময় দাঁড়িয়ে থেকে সেটি ভাঙার কাজ তদারকি করছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ঠিকাদার বোরহান উদ্দিন খান। বাংলানিউজকে তিনি বলেন, উপরের নির্দেশে এটি ভাঙছি।

এর বেশি কিছু বলতে পারবো না। যুক্তরাষ্ট্র দূতাবাসের দখলে ফুটপাত।                                          পথচারী হাঁটছে রাস্তা দিয়ে।  ছবি: জিএম মুজিবুর

দূতাবাস লাগোয়া ফুটপাতের স্থাপনাগুলোও ভাঙ্গা হবে কি না জানতে চাইলে বোরহান বলেন, এমন কোনো নির্দেশ পাইনি।

কার্যত, যুক্তরাষ্ট্র দূতাবাস ফুটপাত দখল করে রাখায় দীর্ঘ দিন ধরেই পথচারীরা রাস্তা দিয়ে হাঁটাচলা করে আসছেন। এ নিয়ে সম্প্রতি বাংলানিউজে সরেজমিন খবরও প্রকাশিত হয়। তবে পুলিশ বক্স ভাঙ্গা শুরু হলেও ফুটপাত দখলমুক্ত হবে কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

দূতাবাসগুলোর দখলে ফুটপাত! (ফটো স্টোরি)

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।