এ সময় দাঁড়িয়ে থেকে সেটি ভাঙার কাজ তদারকি করছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ঠিকাদার বোরহান উদ্দিন খান। বাংলানিউজকে তিনি বলেন, উপরের নির্দেশে এটি ভাঙছি।
দূতাবাস লাগোয়া ফুটপাতের স্থাপনাগুলোও ভাঙ্গা হবে কি না জানতে চাইলে বোরহান বলেন, এমন কোনো নির্দেশ পাইনি।
কার্যত, যুক্তরাষ্ট্র দূতাবাস ফুটপাত দখল করে রাখায় দীর্ঘ দিন ধরেই পথচারীরা রাস্তা দিয়ে হাঁটাচলা করে আসছেন। এ নিয়ে সম্প্রতি বাংলানিউজে সরেজমিন খবরও প্রকাশিত হয়। তবে পুলিশ বক্স ভাঙ্গা শুরু হলেও ফুটপাত দখলমুক্ত হবে কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
দূতাবাসগুলোর দখলে ফুটপাত! (ফটো স্টোরি)
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
জেডএম/