ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

৫২৩৮ কোটি টাকা ব্যয়ে ৭ প্রকল্পের অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
৫২৩৮ কোটি টাকা ব্যয়ে ৭ প্রকল্পের অনুমোদন একনেক সভা

ঢাকা: পাঁচ হাজার ২শ’ ৩৮ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ৭ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

পরিকল্পনা মন্ত্রী বলেন, একনেক সভায় গুরুত্বপূর্ণ ৭ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে পাঁচ হাজার ২৩৮ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় করা হবে। এর মধ্যে সরকারি অর্থায়নে ৩ হাজার ৪৫৫ কোটি, সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৫ কোটি ৯০ লাখ এবং প্রকল্প সাহায্য ১ হাজার ৭২৭ কোটি ১৬ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।