মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
পরিকল্পনা মন্ত্রী বলেন, একনেক সভায় গুরুত্বপূর্ণ ৭ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে পাঁচ হাজার ২৩৮ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় করা হবে। এর মধ্যে সরকারি অর্থায়নে ৩ হাজার ৪৫৫ কোটি, সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৫ কোটি ৯০ লাখ এবং প্রকল্প সাহায্য ১ হাজার ৭২৭ কোটি ১৬ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এমআইএস/এমজেএফ