মঙ্গলবার (১৪ মার্চ) সকালে রাজধানীর বিসিএস (কর) একাডেমিতে নিয়োগপ্রাপ্ত পরিদর্শকদের ‘ওরিয়েন্টেশন কোর্স’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নজিবুর রহমান বলেন, যারা কর ফাঁকি দেবে বাঘের মতো শক্তি ও সাহস নিয়ে তাদের মোকাবেলা করতে হবে।
কর পরিদর্শকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, মেধাকে কাজে লাগাতে হবে। নিজেদের মধ্যে শুদ্ধাচারের চর্চা করতে হবে। আশা করছি নিজেরা আলোকিত হয়ে দেশকে আলোকিত করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কর প্রশাসনের সদস্য মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্ব আরও উপস্থিত ছিলেন মহাপরিচালক (পরিসংখ্যান ও গবেষণা) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, এনবিআরের সদস্য কালীপদ হালদার, মো. সিরাজুল ইসলাম, পারভেজ ইকবাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এসজে/আরআইএস/আরআই