ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সাহস নিয়ে কর ফাঁকিবাজদের মোকাবেলা করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
সাহস নিয়ে কর ফাঁকিবাজদের মোকাবেলা করতে হবে

ঢাকা: সাহস নিয়ে কর ফাঁকিবাজদের মোকাবেলা করতে নতুন ১৮২ কর পরিদর্শকের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে রাজধানীর বিসিএস (কর) একাডেমিতে নিয়োগপ্রাপ্ত  পরিদর্শকদের ‘ওরিয়েন্টেশন কোর্স’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নজিবুর রহমান বলেন, যারা কর ফাঁকি দেবে বাঘের মতো শক্তি ও সাহস নিয়ে তাদের মোকাবেলা করতে হবে।

মনে রাখতে হবে, ফাঁকিবাজরা কর না দেয়ায় সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই আমাদেরকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না। তাহলে দেশের সঙ্গে বেঈমানি করা হবে।

কর পরিদর্শকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, মেধাকে কাজে লাগাতে হবে। নিজেদের মধ্যে শুদ্ধাচারের চর্চা করতে হবে। আশা করছি নিজেরা আলোকিত হয়ে দেশকে আলোকিত করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কর প্রশাসনের সদস্য মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্ব আরও উপস্থিত ছিলেন মহাপরিচালক (পরিসংখ্যান ও গবেষণা) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, এনবিআরের সদস্য কালীপদ হালদার, মো. সিরাজুল ইসলাম, পারভেজ ইকবাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এসজে/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।