মঙ্গলবার (১৪ মার্চ) সকালে ১০টার দিকে কলেজে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। পরে সাড়ে ১০টার দিকে তারা মিছিল নিয়ে এসে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন।
তাদের অবরোধের কারণে নিউ মার্কেটের এক নম্বর গেট, আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মিরপুরের দিকে রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। ফলে মূল রাস্তা সংলগ্ন বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে যানজট।
শান্তা নামে এক শিক্ষার্থী বলেন, দাবি পূরণ না হলে আমরা ক্লাস-পরীক্ষায় অংশ নেবো না, রাস্তায় বসে থাকবো। আমাদের ছয় মাস ধরে আশ্বাস দিচ্ছে। এবার ঘোষণা চাই।
সোমবারও শিক্ষার্থীরা নিউমার্কেট ও নীলক্ষেতের রাস্তা অবরোধ করেন। অবরোধ চলাকালীন পুলিশের সর্তক অবস্থানে থাকতে দেখা যায়।
গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীদের অবরোধ
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এমসি/এসএনএস