গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ মার্চ) মধ্যরাতে রূপাতলী এলাকায় কালুর বাড়ি গাজী ভিলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মঙ্গলবার সকালে র্যাবের পক্ষ পাঠানো ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে আরো জানানো হয়, কালুর বাড়িতে অভিযান চালিয়ে স্টোর রুমের সানসেডের ওপর থেকে পলিথিনে মোড়ানো একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শ্যুটার গান ও ওয়ান শ্যুটার গানের চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এসব অস্ত্র এবং গুলির কোনো বৈধ কাগজপত্র দেখানে পারেননি কালু গাজী।
র্যাব জানিয়েছেন, কালু গাজীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, মারামারি, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। তিনি বিভিন্ন সময় এলাকায় অস্ত্র দেখিয়ে মানুষকে বিভিন্নভাবে হুমকি ও নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন। তিনি হয়তো বড় ধরনের নাশকতা করতে অবৈধ অস্ত্র মজুদ করেছিলেন।
এ ঘটনায় র্যাব-৮ এর ডিএডি মো. মামুনুর রশিদ খান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এমএস/এসআই