মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গ্রিন লাইফ কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করে।
শ্রমিকরা জানান, ২ মার্চ কারখানার কর্তৃপক্ষ অহেতুক তিন শ্রমিককে মারধর করেন।
তারা আরো জানান, শ্রমিক মারধরের প্রতিবাদের জের ধরে ঘটনার দিন অনুপস্থিত শ্রমিকদের নামও তালিকায় দেওয়া হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে কয়েকদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিলেন তারা।
অবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের কারখানায় পুনর্বহাল না হলে আন্দোলনেরও কথা জানান তারা।
কারখানার মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, কয়েকদিন আগে কারখানার বাহারউদ্দিন নামে এক কাটিং ম্যানকে পিটিয়ে আহত করেন শ্রমিকরা। পরে জানা যায় কয়েকজনের ইন্ধনে তাকে পেটানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে তদন্ত করে ৪৩ জনকে সাময়িক বরখাস্ত ও নোটিশ দেই। বিষয়টি নিয়ে শ্রমিকদের সঙ্গে বসা হলেও তারা এ ধর্মঘট পালন করে। বর্তমানে ধর্মঘট শেষে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।
শিল্প পুলিশ-১ এর পরিচালক কাউসার সিকদার বাংলানিউজকে জানান, ধর্মঘট চলছে এমন খবরের পর থেকে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
আরবি/আরআই