ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ধর্মঘট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
আশুলিয়ায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ধর্মঘট আশুলিয়ায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ধর্মঘট-ছবি: বাংলানিউজ

আশুলিয়া, সাভার: আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ এবং ছাঁটাইকৃত শ্রমিকদের বহালের দাবিতে তিন ঘণ্টা ধর্মঘট করছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গ্রিন লাইফ কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করে।

শ্রমিকরা জানান, ২ মার্চ কারখানার কর্তৃপক্ষ অহেতুক তিন শ্রমিককে মারধর করেন।

এর প্রতিবাদ করলে ৪৩ জনের নাম উল্লেখ করে ছাঁটাইকৃত শ্রমিকদের তালিকা কারখানার প্রধান ফটকে ঝুলিয়ে দেওয়া হয়। কয়েকদিন ধরে এর প্রতিবাদ জানিয়ে এলেও কোনো পদক্ষেপ না নিয়ে তদন্ত কমিটি গঠন করে শ্রমিকদের নামে মিথ্যা অভিযোগ তুলে তাদের বরখাস্ত করা হয়।

তারা আরো জানান, শ্রমিক মারধরের প্রতিবাদের জের ধরে ঘটনার দিন অনুপস্থিত শ্রমিকদের নামও তালিকায় দেওয়া হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে কয়েকদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিলেন তারা।

অবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের কারখানায় পুনর্বহাল না হলে আন্দোলনেরও কথা জানান তারা।

কারখানার মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, কয়েকদিন আগে কারখানার বাহারউদ্দিন নামে এক কাটিং ম্যানকে পিটিয়ে আহত করেন শ্রমিকরা। পরে জানা যায় কয়েকজনের ইন্ধনে তাকে পেটানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে তদন্ত করে ৪৩ জনকে সাময়িক বরখাস্ত ও নোটিশ দেই। বিষয়টি নিয়ে শ্রমিকদের সঙ্গে বসা হলেও তারা এ ধর্মঘট পালন করে। বর্তমানে ধর্মঘট শেষে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।

শিল্প পুলিশ-১ এর পরিচালক কাউসার সিকদার বাংলানিউজকে জানান, ধর্মঘট চলছে এমন খবরের পর থেকে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
আরবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।