ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সমঝোতা স্ম‍ারক সই নয়, সহায়তা করবে ফেসবুক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
সমঝোতা স্ম‍ারক সই নয়, সহায়তা করবে ফেসবুক পুলিশ প্রধানদের কনফারেন্স শেষে বক্তব্য রাখছেন আইজিপি একেএম শহীদুল হক/ছবি: ডি এইচ বাদল

ঢাকা: অ্যাকাউন্ট খুলতে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ব্যবহারের বিধান রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করতে চেয়েছিলো বাংলাদেশ পুলিশ। কিন্তু ফেসবুক প্রতিনিধি দল এ চুক্তি সই করতে রাজি হয়নি। তবে তারা যে কোনো ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান (আইজিপি) একেএম শহীদুল হক।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী পুলিশ প্রধানদের কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

বাংলাদেশ পুলিশ ও ইন্টারপোলের যৌথ আয়োজনে দক্ষিণ এশিয়ার ১৪টি দেশের পুলিশ প্রধান ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আইজিপি বলেন, বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ সংগঠিত হচ্ছে। এ বিষয়ে করণীয় ঠিক করতে সম্মেলনে ফেসবুকের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ফেসবুকের ওই প্রতিনিধির সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে।

তিনি বলেন, ফেসবুকে বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে জঙ্গিবাদ উসকে দেওয়া, বিভিন্ন ছবি শেয়ার করে সাম্প্রদায়িকতা উসকে দিয়ে হামলার ঘটনা আমরা দেখেছি। এসব বিষয় বিবেচনায় ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ব্যবহারের প্রস্তাবনা করেছিলাম আমরা। এগুলো কীভাবে বন্ধ করা যায় সেসব বিষয়ে সাহায্য প্রত্যাশা করেছি।

একটি দ্বিপাক্ষিক চুক্তি করতে চাইলে ফেসবুকের প্রতিনিধি দল এ বিষয়ে সাড়া দেয়নি। তবে তারা যে কোনো বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আইজিপি আরও বলেন, ফেসবুকে এমন ধর্মীয় উসকানির কথা শুনে প্রতিনিধিদল বিস্মিত হয়েছেন। তারা এমন ঘটনা আগে অন্য কোথায় দেখেননি বলে জানান। এসব বিষয় চিহ্নিত করতে হবে। তাদের সঙ্গে আমাদের চুক্তি না হলেও সরাসরি যোগাযোগ থাকবে। এসব বিষয়ে সহায়তা করবে বলে জানিয়েছে তারা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
পিএম/ওএইচ/এএ

**
'আন্তর্জাতিক কোন সংগঠনের জঙ্গি বাংলাদেশে নেই'

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।