প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের পূর্ব পাশের ময়লার স্তূপে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পরে সচিবালয়ের বাইরে থেকে আরও ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার ব্রিগেড ঢাকা অঞ্চলের উপ-পরিচালক মো. আবদুল হালিম সাংবাদিকদের বলেন, সিগারেটের আগুন থেকে এটি হতে পারে। ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এমনিতে এটা বড় কিছু না।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এমএন/ওএইচ/এএ